ঠাঠা বরেন্দ্র

১০ টাকায় মিলছে সুপেয় পানি

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

 আবহাওয়া তুলনামূলক বেশি রুক্ষ হওয়ায় নওগাঁসহ রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অঞ্চলকে ডাকা হয় ঠাঠা বরেন্দ্র পানির সংকট অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা বিশেষ করে পানের জন্য সুপেয় পানি অঞ্চলে রীতিমতো দুষ্কর সমস্যা সমাধানে সাবমারসিবল পাম্পের মাধ্যমে নওগাঁর পাঁচ উপজেলায় পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ প্রকল্পের আওতায় এরই মধ্যে তিন উপজেলায় ৩০০ পাম্পের মাধ্যমে ১৫ হাজার পরিবারকে পানি সরবরাহ শুরু হয়েছে পানি সরবরাহের বিপরীতে মাথাপিছু খরচ নেয়া হচ্ছে মাত্র ১০ টাকা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, নওগাঁর পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা ধামইরহাটে পানির সংকট খুব তীব্র ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এসব উপজেলায় নলকূপ স্থাপন করে পানি পাওয়া যায় না কারণে স্থানীয়রা কুয়া পুকুরের পানি পান করে থাকে এছাড়া গোসল, রান্নাবান্না, শৌচকর্মসহ নিত্যপ্রয়োজনীয় কাজে এসব উেসর পানিই ব্যবহার করে থাকেন কোনো কারণে পানি দূষিত ময়লা-আবর্জনা পড়লে তাদের ভোগান্তি বেড়ে যায় তখন সুপেয় পানির সন্ধানে যেতে হয় দূরদূরান্তে

সমস্যা নিরসনে নওগাঁর পাঁচ উপজেলায় সাবমারসিবল পাম্প স্থাপনের মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ নেয়া হয় এরই মধ্যে কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ প্রকল্পের আওতায় পোরশা, সাপাহার নিয়ামতপুর ৩০০ পাম্প বসানো হয়েছে পাম্প থেকে উত্তোলিত পানি ধরে রাখার জন্য কংক্রিট পিলারের সাহায্যে উঁচু স্থানে বসানো হয়েছে তিন হাজার লিটারের একটি করে ট্যাংক প্রতিটি ট্যাংক থেকে আটটি স্থানে ট্যাপের মাধ্যমে পানি দেয়ার ব্যবস্থা করা হয়েছে তিন উপজেলায় পানি সরবরাহের অবকাঠামো গড়ে তুলতে ব্যয় হয়েছে কোটি ২২ লাখ টাকা তিন মাস ধরে এসব পয়েন্ট থেকে ১৫ হাজার পরিবারের প্রায় ৭৫ হাজার মানুষ নিয়মিত পানি পাচ্ছেন বর্তমানে পত্নীতলা ধামইরহাটে পাম্প স্থাপনসহ অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে

সাপাহার উপজেলার ওড়নপুর গ্রামের মোজাম্মেল হক, আব্দুর রশিদ, এন্তাজুর রহমান, শিউলি বেগম মর্জিনা খাতুন জানান, আমরা এতদিন কুয়া এবং পুকুরের পানি পান ব্যবহার করে আসছিলাম অনেক সময় পানি না পেলে বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হতো বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট তীব্র হয়ে উঠত এখন ঘরের কাছেই ট্যাপ থেকে পানি পাই

সূত্র জানায়, ২৪ ঘণ্টা পানি সরবরাহের বিপরীতে মাথাপিছু ফি নেয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন