হংকং বিল নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বেইজিং

বণিক বার্তা ডেস্ক

 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ডেকে পাঠিয়েছে সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্র্যানস্ট্যাডকে মার্কিন কংগ্রেসে হংকং মানবাধিকার গণতন্ত্র শীর্ষক একটি বিল পাস হওয়ার প্রতিবাদ জানাতে তাকে ডেকে পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে জানানো হয়েছে ব্র্যানস্ট্যাডকে খবর রয়টার্স

এদিকে নিজেদের বিলের ত্রুটি, হংকং বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ বন্ধ চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জেং জেগুয়াং জোর দিয়েছেন মর্মে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়

উল্লেখ্য, চীন নিয়ন্ত্রিত হংকংয়ে ছয় মাস ধরে ব্যাপক গণবিক্ষোভ চলছে চলমান বিক্ষোভে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে শহরটির নাগরিকদের আইন অমান্য আন্দোলন ঠেকাতে সেখানে বেইজিং হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো পরিস্থিতিতে উল্লিখিত বিলটি পাস করেছে মার্কিন কংগ্রেস 

এদিকে মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভে সিনেটরদের প্রায় সর্বসম্মতিক্রমে পাসের পর হংকং সম্পর্কিত দুটি বিল চূড়ান্ত অনুমোদনের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে স্বাক্ষর করলে তা বিলে পরিণত হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন