১১ দফা দাবি পূরণ না হলে নৌ-ধর্মঘটের হুমকি

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

 নৌপথে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই বন্ধসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছেন নৌযান শ্রমিক কর্মচারীরা গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে ২৯ নভেম্বর থেকে ধর্মঘটের হুমকি দেন শ্রমিকরা

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি সরদার আলমগীর মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের গোলাম মোস্তফা মাস্টার, ঘাট শ্রমিক লীগের নেতা মো. শাহ আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আবু তালেব মাস্টার, দশআনি মোহনপুর শাখার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, খাদ্যপণ্য পরিবহন নৌযান শ্রমিক নেতা ইদ্রিস খান, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক গাজী লিটন প্রমুখ

বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার বলেন, প্রায়ই ডাকাত ছিনতাইকারীদের কবলে পড়ে নৌযান শ্রমিকরা জীবন দিচ্ছেন গত কয়েক দিনেও নারায়ণগঞ্জের আদমজীতে, মুন্সীগঞ্জের গজারিয়ায় শ্রমিকদের প্রাণ দিতে হয়েছে নদীপথের নিরাপত্তায় নিয়োজিত নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে শ্রমিকদের একের পর এক জীবন দিতে হচ্ছে

তিনি বলেন, বিআইডব্লিউটিএ ১২০টি স্পটে নদী ইজারা দিয়েছে আইন অনুযায়ী চলন্ত নৌযান থামিয়ে টোল আদায়ের কোনো নিয়ম না থাকলেও সেটাই হচ্ছে  বিভিন্ন স্থানে মাসোয়ারা আদায় করা হচ্ছে তারাবো এলাকায় কমিশনার পলিন ইজারার নামে প্রতিটি নৌযান থেকে থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন কয়েক দিন আগে র্যাব চাঁদাবাজদের গ্রেফতার করলেও বিআইডব্লিউটিএর অসাধু কর্মকর্তাদের তদবিরের কারণে তাদের ছেড়ে দেয় অনেক স্পটে ইজারার নামে জাহাজ আটকে রেখে বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে এসব অনিয়ম বন্ধ করা না হলে ২৯ নভেম্বর থেকে নৌ-ধর্মঘট পালন করা হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন