সেমিনারে ক্রীড়াসংশ্লিষ্টরা

দীর্ঘমেয়াদি অনুশীলনে জোর

ক্রীড়া প্রতিবেদক

 এরই মধ্যে বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা নেপাল পৌঁছে গেছেন বাকিরা আছেন এসএ গেমসের শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে অবস্থায় এক সেমিনারে গেমস নিয়ে নিজেদের প্রত্যাশা নানা সমস্যা তুলে ধরলেন ক্রীড়াবিদ, সংগঠক সংশ্লিষ্টরা

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজিত এসএ গেমস: বাংলাদেশের প্রত্যাশা বাস্তবতা শীর্ষক সেমিনারে একত্র হয়েছিলেন গোটা ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ব্যক্তি সেখানেই বিভিন্ন ডিসিপ্লিনের কর্মকর্তারা ডিসেম্বর শুরু হতে যাওয়া গেমসের প্রত্যাশা নিয়ে কথা বলেন

এশিয়ান গেমসে কাতারকে হারানো সাম্প্রতিক নৈপুণ্যে ফুটবল দল ঘিরে প্রত্যাশা বেড়েছে প্রত্যাশার বিপরীতে আমাদের প্রস্তুতি ভালো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল যেভাবে নৈপুণ্য প্রদর্শন করেছে, তাতে আমরা কাঙ্ক্ষিত সাফল্যের জন্য প্রস্তুত’—সেমিনারে বলছিলেন ফুটবল দলের ম্যানেজার সাবেক ফুটবলার সত্যজিৎ দাস রূপু গেমসের স্কোয়াডে আছেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ১৬ ফুটবলার

সাবেক শুটার সাইফুল আলম রিংকি শুটিংয়ের সাম্প্রতিক নৈপুণ্য নিয়ে কিছুটা হতাশ সাবেক তারকা দীর্ঘমেয়াদি প্রস্তুতির পাশাপাশি উন্নত ক্রীড়া স্থাপনা ক্রীড়া সরঞ্জামাদি স্থাপনের ওপর গুরুত্ব দিলেন, ১৯৯১ সালে এসএ গেমসে খেলাটি যুক্ত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবেই প্রত্যাশা বেড়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে প্রত্যাশার সঙ্গে সংগতি রাখতে পারছে না খেলাটি ২০১০ ২০১৬ সালে গেমস থেকে দেশকে স্বর্ণপদক এনে দেয়া ভারোত্তোলন এবার হ্যাটট্রিক পূর্ণ করতে চায় সম্পর্কে ফেডারেশনের সহসভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ বলেন, গত দুটি আসরে আমরা স্বর্ণপদক এনে দিয়েছি এবারো সে চেষ্টা থাকবে এবার থেকে ১০টি পদক পাব বলে আশা করছি আশা করছি, এসএ গেমসে আমরা স্বর্ণপদকের হ্যাটট্রিক করব

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন