ঘুর্ণিঝড় ‘বুলবুল’

কন্ট্রোল রুম খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়, ছুটি বাতিল

বণিক বার্তা অনলাইন

ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে জরুরি দুর্যোগ মোকাবেলায় তথ্য ও সার্বিক যোগাযোগের জন্য একটি অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়। সেই সঙ্গে মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তরগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটিও বাতিল করা হয়েছে।

আজ শনিবার (৯ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দু’টি অফিস আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটা দপ্তর কিংবা সংস্থায় জরুরি প্রয়োজনে যোগাযোগ নিশ্চিতকল্পে এবং জনগণের এ সম্পর্কিত তথ্য প্রাপ্তির সুবিধার্থে কন্ট্রোল রুম খোলা এবং ব্যাপক প্রচারণা ও অন্যান্য জরুরি সকল কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সচিবালয়ের মন্ত্রণালয়ের ৮০১ (ক) নম্বর কক্ষে এই অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কান্তি বড়াল কন্ট্রোল রুমের সার্বিক দায়িত্ব পালন করবেন। কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-৯৫৪৬০৭২।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন