২৪টি মাঠের সংস্কারকাজ চলছে —ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির ২৪টি খেলার মাঠের সংস্কারকাজ চলছে। এসব মাঠের কাজ শেষ হলে রাতেও খেলাধুলার আয়োজন হবে। সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। মাঠগুলো সুসজ্জিত করে একটি একটি করে জনগণের কাছে ছেড়ে দেয়া হবে।

গতকাল বিকালে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নারী-পুরুষ, শিশু, বৃদ্ধদের জন্য মাঠের চারপাশে হাঁটার জায়গা রাখা হয়েছে। মাঠের নকশাগুলো তাদের নিয়েই করা।

ডিএনসিসি মেয়র বলেন, খেলাধুলা মানুষকে সামাজিকভাবে মিশতে শেখায়, শরীরকে সুস্থ রাখে, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহ জোগায়। তাই খেলাধুলার সঙ্গে থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী। সময় সাহিদ আহমেদ সিদ্দিকীসহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ২১তম আসরে ক্লাবের সাতটি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে নীল দল বনাম কালো দলের খেলা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন