তিনদিন সিটি ব্যাংকের সেবা বন্ধের প্রভাব

৩২ কোম্পানির রেকর্ড ডেট ও স্পট শিডিউলে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

 গ্রাহকসেবার মানোন্নয়নে সিস্টেম আপগ্রেডেশন কার্যক্রম পরিচালনা করবে সিটি ব্যাংক লিমিটেড কারণে আজ দিবাগত রাত ১টা থেকে ১১ নভেম্বর রাত ১১টা পর্যন্ত ক্রেডিট কার্ড ব্যতীত ব্যাংকটির সব সেবা স্থগিত থাকবে সাধারণ ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের পুঁজিবাজারেও সিদ্ধান্তের প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানির রেকর্ড ডেট স্পট মার্কেটে থাকার সময়সূচিতে পরিবর্তন এসেছে

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ নভেম্বর সোমবারের সংশ্লিষ্ট ক্লিয়ারিং সেটেলমেন্ট কার্যক্রম বন্ধ থাকবে এবং তা পরবর্তী লেনদেন তারিখে সম্পন্ন হবে এছাড়া ১১ নভেম্বর স্পট মার্কেটে কোনো লেনদেন হবে না কারণে উল্লিখিত দুদিনে যেসব সিকিউরিটিজের স্পট মার্কেটে লেনদেন হওয়ার কথা ছিল, সেগুলোর লেনদেন ওই দুদিন বন্ধ থাকবে এসব সিকিউরিটিজের রেকর্ড ডেট পরবর্তী সংশ্লিষ্ট লেনদেন তারিখে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রেকর্ড ডেট স্পট মার্কেটে থাকার তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩২ কোম্পানি

কোম্পানিগুলো হলো সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, আরামিট সিমেন্ট লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, আইটি কনসাল্ট্যান্টস (আইটিসি) লিমিটেড, এমজেএলবিডি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মালেক স্পিনিং মিলস লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, বাংলাদেশ (বিডি) অটোকারস লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড, ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, আরএন স্পিনিং মিলস লিমিটেড, স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড, আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেড মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ডিএসই সূত্র অনুযায়ী, ১২ নভেম্বর স্পট মার্কেটে যাবে নয়টি কোম্পানি এগুলো হলো সোনারগাঁও টেক্সটাইল, উসমানিয়া গ্লাস, আরামিট সিমেন্ট, গোল্ডেন সন, বিডি থাই অ্যালুমিনিয়াম, আইটিসি, এমজেএলবিডি, ম্যারিকো বাংলাদেশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন