বোয়িংয়ের বড় ক্রেতা হতে যাচ্ছে ভারত

আগামী দুই দশকে ভারত বিশ্বের দ্রুত সম্প্রসারণশীল উড়োজাহাজ খাত হতে যাচ্ছে বলে জানিয়েছে বোয়িং ওই সময় দেশটি হাজার ৩৮০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে, যার মূল্য দাঁড়াবে ৩৩ হাজার কোটি ডলার 

তবে গত বছরের ডিসেম্বরে মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী কোম্পানিটি ওই সময়ে ভারত হাজার ৩০০টি নতুন উড়োজাহাজ কিনবে বলে পূর্বাভাস করেছিল, যার মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩২ হাজার কোটি ডলার

গত বুধবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে বোয়িংয়ের কমার্শিয়াল মার্কেটিং বিভাগের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ড্যারেন হুলস্ট বলেন, আগামী ১৮ মাসের মধ্যে ভারতের কাছে আমরা ৭৭৭এক্স মডেলের প্রথম চালানগুলো সরবরাহ করতে যাচ্ছি

এদিকে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাউন্ডেড ৭৩৭ ম্যাক্স মডেলটি চলতি প্রান্তিকে সেবায় ফেরাতে বোয়িং কর্তৃপক্ষ মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান ওই কর্মকর্তা 

সূত্র: ফ্রিমালয়েশিয়াটুডে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন