ইউক্রেনের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

আবহাওয়া অনুকূলে থাকায় ২০১৯-২০ মৌসুমে ইউক্রেনে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রাক্কলন প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে গম, যব ভুট্টার আবাদ গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে ইউক্রেনে গম যবের আবাদ যথাক্রমে ১৪ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে মৌসুমে ফসলের উৎপাদনও বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে যব উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে ৯৩ লাখ টনে। আর গমের উৎপাদন ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে কোটি ৯০ লাখ টনে। তবে এর বিপরীতে ভুট্টার উৎপাদন শতাংশ কমে কোটি ৩৩ লাখ টনে দাঁড়াতে পারে বলে মনে করছে মার্কিন প্রতিষ্ঠানটি।

ইউএসডিএ বলছে, আবাদ ভালো হওয়ায় চলতি মৌসুমে সব ধরনের খাদ্যশস্যের গড় উৎপাদন বৃদ্ধি পাবে। তবে আবাদ ভালো হওয়ার পাশাপাশি পোকা রোগের প্রাদুর্ভাবের বিষয়টিও মাথায় রাখতে হবে। সেটি হলে উৎপাদন হ্রাস পেতে পারে। আর সে কারণে তারা (ইউএসডিএ) সঠিক প্রাক্কলন দিতে অবস্থা পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ বিপণন মৌসুমে বেশি পরিমাণ ভুট্টা উৎপাদন হওয়ায় ইউরোপ চীনের বাজারে রফতানি বেড়েছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে ইউক্রেন থেকে কোটি ১১ লাখ টন ভুট্টা ইউরোপের বাজারে রফতানি হয়েছে, যা ২০১৭-১৮ মৌসুমের তুলনায় দ্বিগুণ। একই সময়ে চীনের বাজারে দেশটির ভুট্টার রফতানি দাঁড়িয়েছে ২৩ লাখ টন, যা গত মৌসুমের তুলনায় দ্বিগুণ বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন