অর্থনৈতিক অঞ্চলে শিল্পপার্ক করতে আগ্রহী দ.কোরিয়ার কেআইসি

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক অঞ্চলে শিল্পপার্ক করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পপার্ক উন্নয়নকারী প্রতিষ্ঠান কোরিয়া ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোম্পানি লিমিটেড (কেআইসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ (বেজা)

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন এমন তথ্য উল্লেখ করে বেজা বলছে, দেশটির একটি শিল্পপার্ক উন্নয়নকারী কোম্পানি কেআইসি একটি শিল্পপার্ক করতে চায়, যেখানে দেশটির ১০০টি প্রতিষ্ঠান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

কেআইসির বরাতে বেজা জানিয়েছে, ২০১৩ সালে মিয়ানমারের বাগো মোন রাজ্যে তারা দুটি শিল্পপার্ক উন্নয়নের কাজ শুরু করে। কিন্তু দেশটিতে বিদ্যুৎ ঘাটতি, শিল্পে পানি সরবরাহসহ অন্যান্য অবকাঠামো তৈরিতে বিলম্ব হওয়ায় এসব কোরিয়ান কোম্পানি সেখান থেকে সরে গিয়ে অন্য কোনো দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন