যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের উত্তোলন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সে ধারাবাহিকতায় চলতি বছরে দেশটির দৈনিক উত্তোলন দাঁড়াতে পারে হাজার ১৬৩ ঘনফুট, যা -যাবত্কালে উত্তোলনের মধ্যে সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) শর্ট টার্ম এনার্জি আউটলুক (এসটিইও) প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে খবর রয়টার্স

গত সেপ্টেম্বরে ইআইএ তাদের প্রাক্কলনে জানিয়েছিল, চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন বেড়ে দাঁড়াতে পারে হাজার ১৩৯ কোটি ঘনফুট যেখানে গত বছর দেশটির দৈনিক উত্তোলন ছিল হাজার কোটি ৩৩৯ ঘনফুট

অন্যদিকে ইআইএ তাদের প্রাক্কলন প্রতিবেদনে বলছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও -যাবত্কালের মধ্যে সবচেয়ে বেশি হবে তারা বলছে, বছর শেষে দেশটির দৈনিক ব্যবহার দাঁড়াবে হাজার ৪২৫ কোটি ঘনফুট যেখানে গত বছর দেশটিতে দৈনিক ব্যবহার ছিল হাজার ১৮৬ কোটি ঘনফুট

ইআইএ চলতি বছর ছাড়াও আগামী বছরের জন্যও প্রাকৃতিক গ্যাসের উত্তোলন ব্যবহারের পূর্বাভাস দিয়েছে পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের উত্তোলন দাঁড়াতে পারে হাজার ৩৫০ কোটি ঘনফুট আর সময় চাহিদা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে হাজার ৪৫১ কোটি ঘনফুট

প্রাকৃতিক গ্যাসের রফতানি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের দৈনিক রফতানি দাঁড়াবে ৪৬০ কোটি ঘনফুট আর আগামী বছর রফতানি বৃদ্ধি পেয়ে ৭২০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস রফতানি করবে যুক্তরাষ্ট্র, যা ২০১৮ সালের তুলনায় ২০০ কোটি ঘনফুট বেশি

২০১৭ সালে ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাস নিট রফতানিকারক দেশ হিসেবে যাত্রা করে যুক্তরাষ্ট্র মাত্র দুই বছরের ব্যবধানে বিশ্ববাজারে দেশটি প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে 

২০১৬ সালের পর থেকে কয়লার পরিবর্তে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ইআইএর পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৯ ২০২০ সালে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ উৎপাদনে প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাসের ব্যবহার বাড়বে সময় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের হিস্যা বেড়ে দাঁড়াবে ৩৭ শতাংশে যেখানে ২০১৮ সালে হিস্যা ছিল ৩৪ শতাংশ অন্যদিকে কয়লার হিস্যা চলতি বছরে কমে দাঁড়াবে ২৫ শতাংশে এবং ২০২০ সালে সেটি আরো কমে দাঁড়াবে ২২ শতাংশে যেখানে গত বছর বিদ্যুৎ উৎপাদনে কয়লার হিস্যা ছিল ২৮ শতাংশ

প্রাকৃতিক

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন