ইডেন টেস্টে শেখ হাসিনাকে আমন্ত্রণ গাঙ্গুলীর

নাটকীয়তার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার বোর্ড সভাপতি হওয়ার বিষয়টি নিশ্চিত হলেও আনুষ্ঠানিকভাবে সৌরভ দায়িত্ব নেবেন ২৩ অক্টোবর কিন্তু এর মাঝে নিজের কর্মপরিকল্পনা ঠিক করছেন সৌরভ যেখানে দায়িত্ব নিয়েই সৌরভ ঘোষণা দিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্ব দেবেন তিনি আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়েও যদিও বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি বলেছেন, সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞেস করতে এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ টেস্ট দেখার জন্য সৌরভ আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে যদিও এখনো আমন্ত্রণ আসার বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিসিবি

গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর কথা হয়েছিল তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীকে দাওয়াত দেয়া হবে কিন্তু দাওয়াত এসেছে বা ওনার কাছে পৌঁছেছে, রকম কোনো খবর আমি পাইনি আজকেও (গতকাল) আমি খোঁজ নিয়েছি, রকম কোনো খবর নেই

এদিকে সভাপতি হয়ে ভারত-পাকিস্তান সিরিজের ব্যাপারে বলটা সরকারের কোর্টে ঠেলে দিলেন সাবেক ভারতীয় অধিনায়ক, আপনাদের উচিত মোদিজি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে আমাদের সরকারের অনুমতির প্রয়োজন হয়, যে কারণে আমার কাছে প্রশ্নের উত্তর নেই ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন