অপরাধ না করেও আসামি

১৭ বছর পর অব্যাহতি পেলেন নাটোরের বাবলু শেখ

বণিক বার্তা প্রতিনিধি নাটোর

 যে ঘটনায় দায়েরকৃত মামলায় বালু শেখকে আসামি করা হয়েছিল, সে ঘটনায় তার কোনো সংযোগ ছিল না তার পরও অন্য একজনের স্থলে তাকে ১৭ বছর ধরে ওই মামলার ঘানি টানতে হয়েছে একই সঙ্গে করেছেন হাজতবাস অবশেষে গতকাল নাটোরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন একই সঙ্গে ওই মামলার দুই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৫ এপ্রিল নাটোর সদরের গাঙ্গইল গ্রামে একটি সংঘর্ষের ঘটনায় মামলা করেন ওই গ্রামের কাজী আবদুল মালেক শ্রী বাবুসহ ছয়জনের বিরুদ্ধে তিনি মামলা করেন কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রী বাবুর স্থলে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাবলু শেখকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন পরে ২০০২ সালের নভেম্বর বাবলু শেখকে গ্রেফতার করে নাটোর সদর আমলি আদালতে পাঠানো হয় কিন্তু ভুলের বিষয়টি আদালতকে অবগত করেননি বাবলু শেখের তত্কালীন আইনজীবী তিনিও শ্রী বাবু পরিচয়েই বাবলু শেখের জামিন করান ওই বছরের ১৩ নভেম্বর পরে ওই পরিচয়ে বাবলু শেখের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠনের পাশাপাশি সাক্ষ্য গ্রহণ করেন পরে ২০১৬ সালের ২৩ জুন মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন একই সঙ্গে হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরে বাবলু শেখকে আদালত থেকে কারাগারে পাঠানো হয় পরে ওই বছরই রায়ের বিরুদ্ধে বাবলু শেখের আইনজীবী শামীম হোসেন আদালতে আপিল করেন ওই আপিলের শুনানি শেষে বিচারক গতকাল মামলা থেকে বাবলু শেখকে অব্যাহতি দেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন