চবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু আজ

বণিক বার্তা প্রতিনিধি চবি

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) আয়োজনে প্রতিযোগিতার প্রথম দিন আজ বাংলা বিতর্ক এবং দ্বিতীয় দিন শনিবার ব্রিটিশ পার্লামেন্টারি ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ রাউন্ডগুলোয় মাদকবিরোধী সচেতনতা প্রাধান্য পাবে বলে জানিয়েছেন আয়োজকরা

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এতে লিখিত বক্তৃতা করেন আয়োজনের আহ্বায়ক সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুজন সময় সংগঠনটির অফিস সেক্রেটারি মরিয়ম জাহান সায়মা অ্যাসোসিয়েট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল আসাদ উপস্থিত ছিলেন

সংবাদ সম্মেলনে বলা হয়, দুই দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ২৭টি দল বাংলা বিতর্কে ২৪টি দল ইংরেজি বিতর্কে অংশ নেবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা পুরো আয়োজনের প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বণিক বার্তা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন