এরিকসনের পরামর্শে চেলসিতে

প্রথম দেখায় রোমান আব্রামোভিচকে একজন ড্রাইভার মনে করেছিলেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক কোচ সভেন-গোরান এরিকসন তিনি ভেবেছিলেন, আব্রামোভিচ হয়তো কোনো প্রাইভেট গাড়িচালক এতে দুজনের বন্ধুত্ব তৈরি হওয়া নিয়েই সংশয়ের সৃষ্টি হয়, কেননা এরিকসন তো তখন ইংলিশ ফুটবলের বস

ঘটনা আব্রামোভিচ চেলসি কেনার মাত্র তিন মাস আগের যদিও পরবর্তীতে তার ভুল ভাঙে, তিনি জানতে পারেন ভদ্রলোক একজন রুশ ধনকুবের অবশেষে এরিকসনের পরামর্শেই ২০০৩ সালে টটেনহাম না কিনে চেলসি কিনে নেন আব্রামোভিচ তখন ১৪০ মিলিয়ন পাউন্ডে চেলসির মসনদে আসেন আব্রামোভিচ

এরিকসন রুশ কোটিপতিকে জানান, টটেনহাম না কিনে চেলসি কিনলে তিনি বেশি সফলতা পাবেন, কেননা স্পার্সদের হয়ে তাকে সফলতা পেতে হলে গোটা দলটিকেই পাল্টে ফেলতে হবে

আব্রামোভিচের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে এরিকসন বলেন, লা অ্যাম্বাসাদিউরে (লন্ডনের ক্যাসিনো) আমাদের প্রথম দেখা হয় সেখানে তিনজন মানুষ দাঁড়িয়ে ছিল একজন ছিল কেতাদুরস্ত পোশাকে, আরেকজন মোটামুটি মানের এবং তৃতীয়জনকে আমি ড্রাইভার ভেবেছিলাম অবশ্যই সেই ব্যক্তিটি রোমান ক্লাব কিনতে তিনি তিনদিনের জন্য মস্কো যান আমরা সব ক্লাবই দেখলাম এবং তাকে ডায়নামো মস্কো কেনার পরামর্শ দিলাম ক্লাবটিতে সব ধরনের সুযোগ-সুবিধা ছিল

এরিকসন বলেন, ‘‘আমি ছুটিতে থাকাকালে তার ডানহাত লোকটা আমাকে ফোন করলেন তিনি জানান, রোমান লন্ডনে একটি ক্লাব কিনতে চান টটেনহাম না চেলসি? আমি বললাম, তিনি আসলে কী করতে চান? লোকটি জানান, রোমান আসলে জিততে চান তখন আমি বলি, তাহলে চেলসি কিনে নাও তোমাকে দলটির অর্ধেকটা পাল্টাতে হবে টটেনহাম কিনলে তোমাকে প্রায় পুরোটাই পাল্টে ফেলতে হবে’’

আব্রামোভিচ চেলসি কিনে ইংলিশ ফুটবলের অন্যতম শীর্ষ ব্যক্তিত্বে পরিণত হন এবং তার সঙ্গে এরিকসনের বন্ধুত্বটাও গাঢ় হয় আব্রামোভিচের ১৬ বছরের অধ্যায়ে চেলসি ১৬টি শিরোপা জিতেছে; এর মধ্যে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা একই সময় টটেনহাম জিততে পেরেছে মাত্র একটি শিরোপা! ২০০৮ সালে লিগ কাপ জয়ই সম্বল দুর্দান্ত ভবিষ্যদ্বাণীই করেছিলেন এরিকসন সুইডিশ কোচকে ধন্যবাদ জানাতে পারেন আব্রামোভিচ

আব্রামোভিচ যখন চেলসি কিনে নেন, তখনো ইংল্যান্ড ফুটবল দলের কোচ এরিকসন ২০০১-০৬ পর্যন্ত তিনি থ্রি লায়ন্সখ্যাত দলটির কোচ হিসেবে কাজ করেন এরপর কাজ করেন ম্যানচেস্টার সিটি, মেক্সিকো জাতীয় দল, আইভরি কোস্ট জাতীয় দল, লেস্টার সিটি, গুয়াংঝু আরঅ্যান্ডএফ, সাংহাই এসআইপিজি, শেনঝেন ফিলিপাইন জাতীয় দলের হয়ে বিশ্ব ফুটবলের অভিজ্ঞতম কোচের পরামর্শ নিয়ে বেশ উপকৃতই হয়েছিলেন তখন পুরোদস্তুর ব্যবসায়ী আব্রামোভিচ স্পোর্টসমেইল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন