আবরার হত্যা নিয়ে মন্তব্য

জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা নিয়ে মন্তব্য করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে তলব করে ব্যাখ্যা জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে গতকাল সকালে তলব করেন। আবরার হত্যা নিয়ে মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মনে করে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে বলা হয়আবরার হত্যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ কী কারণে এ বিষয়ে মন্তব্য করেছে, তার লিখিত জবাব দিতে হবে।

আবরার হত্যার ঘটনায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো নিন্দা জানিয়ে বলেছিলেন, বুয়েটের তরুণ শিক্ষার্থী আবরার হত্যার ঘটনা খুবই মর্মান্তিক। স্বাধীনভাবে মত প্রকাশ করার জেরে কারো ওপর এমন সহিংস ঘটনা কাঙ্ক্ষিত নয়। এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে, যাতে সমাজে মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন