স্কুটার তৈরিতে হিরোকে পেছনে ফেলল সুজুকি

বণিক বার্তা ডেস্ক

চলতি অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) ভারতের বাজারে হিরো মোটর করপোরেশনকে পেছনে ফেলে তৃতীয় বৃহত্তম স্কুটার নির্মাতার স্থান দখল করেছে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। গাড়ি শিল্পের সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারসের (সিয়াম) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে যথারীতি শীর্ষস্থানে রয়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই) অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাইভিত্তিক টিভিএস মোটর কোম্পানি। খবর টাইমস অব ইন্ডিয়া।

চলতি অর্থবছরের এপ্রিল-সেপ্টেম্বরে সুজুকির মোট স্কুটার বিক্রি হয়েছে ৩ লাখ ৪১ হাজার ৯২৮টি। একই সময় হিরোর ২ লাখ ৪৯ হাজার ৩৬৫টি স্কুটার বিক্রি হয়েছে বলে জানিয়েছে সিয়াম।

অথচ গত বছরের একই সময় সুজুকির স্কুটার বিক্রি হয়েছিল ২ লাখ ৯১ হাজার ৮৪৭টি। অন্যদিকে হিরোর হয়েছিল ৩ লাখ ৯১ হাজার ১৯টি।

প্রবৃদ্ধির হিসাবে এপ্রিল-সেপ্টেম্বরে সুজুকির  স্কুটার বিক্রি বেড়েছে ১৭ দশমিক ১৬ শতাংশ। এ সময় ভারতের পাঁচ শীর্ষ স্কুটার নির্মাতার মধ্যে শুধু সুজুকিই গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে ইতিবাচক স্কুটার বিক্রি করতে পেরেছে।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের একই সময় হিরোর বিক্রি কমেছে ৩৬ দশমিক ২৩ শতাংশ। তবে চলতি অর্থবছরে ভারতের স্কুটার বাজার ১৬ দশমিক ৯৪ শতাংশ সংকুচিত হয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে সেখানে মোট স্কুটার বিক্রি হয়েছে ৩১ লাখ ১৭ হাজার ৪৩৩টি। গত বছরের একই সময় দেশটিতে মোট স্কুটার বিক্রি হয়েছিল ৩৭ লাখ ৫৩ হাজার ৬৪টি।

এদিকে চলতি অর্থবছরের ওই সময় শীর্ষস্থানে থাকা এইচএমএসআইয়ের স্কুটার বিক্রি হয়েছে ১৭ লাখ ৩২ হাজার ৫৭৯টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময় কোম্পানিটির স্কুটার বিক্রি হয়েছিল ২১ লাখ ৮২ হাজার ৮৬০টি। অন্যদিকে একই সময় দ্বিতীয় স্থানে থাকা টিভিএস মোটরের স্কুটার বিক্রি হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৬১৭টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১৯ শতাংশ কম। গত বছরের ওই সময় কোম্পানিটির স্কুটার বিক্রি হয়েছিল ৬ লাখ ৪৪ হাজার ৯৮১টি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন