অবসর নিলেন শোয়েনস্টেইসার

ফুটবল থেকে অবসর নিলেন জার্মানি, বায়ার্ন মিউনিখ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার

সর্বশেষ খেলেছেন মেজর লিগ সকারের দল শিকাগো ফায়ার্সের হয়ে সদ্যসমাপ্ত মৌসুমে তার দল ১৭তম হয় মৌসুম শেষ হওয়ার দুদিন পরই তিনি অবসরের ঘোষণা দিলেন

৩৫ বছর বয়সী বাস্তিয়ান, সময় এসে গেছে বিদায় বলায় আমি কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়ছি কিন্তু সামনের রোমাঞ্চকর চ্যালেঞ্জেরও অপেক্ষায় আছি আমি ফুটবলের প্রতি আমার ভালোবাসা থাকবে আমার হূদয়ে তোমার জন্য বিশেষ জায়গা থাকবে

জার্মানির জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় করা বাস্তিয়ানের পরিচিতি মূলত বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবেই বাভারিয়ানদের হয়ে আটটি লিগ শিরোপা সাতটি জার্মান কাপ জিতেছেন এবং ২০১৩ সালে পান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদও যদিও ২০১৫ ২০১৭ সালের মাঝামাঝি সময়ে খেলেছেন ম্যানইউতে

জার্মানির জার্সিতে ২০১৪ সালে বিশ্বকাপ জয় করেন বাস্তিয়ান এবং ২০০৬ ২০১০ সালে বিশ্বকাপে তৃতীয় হওয়া জার্মানি দলেও ছিলেন তিনি জার্মানির জার্সিতে ১২১ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন বর্তমান কোচ ইয়াকিম লুভের চোখে, জার্মানির ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় বাস্তিয়ান তিনি বলেন, অনেক বড় এক খেলোয়াড়, বিশাল ব্যক্তিত্বও সবসময় সৎ উদ্দীপ্ত এক মানুষ

বায়ার্ন সিইও কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেন, অবিশ্বাস্য এক ক্যারিয়ার শেষ হলো বিশ্ব ফুটবলে যা কিছু জেতা সম্ভব, সবই জিতেছে বাস্তি সে অসাধারণ এক ব্যক্তি, বায়ার্নের দরজা তার জন্য সবসময়ই খোলা থাকবে ইএসপিএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন