ভারত

পর্যটক টানতে ভিসা নিয়মে পরিবর্তন

পর্যটক আরো বাড়াতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। মাত্র ২৫ ডলারের এক মাস মেয়াদি ই-ভিসা চালু করেছে দেশটি। নতুন ঘোষণায় বছরের এপ্রিল-জুনে এক মাস মেয়াদি ই-ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০ ডলার।

অন্যদিকে ৮০ ডলারে এক বছর মেয়াদি ই-ভিসার মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। এছাড়া এটি ব্যবহার করে বছরের একাধিকবার ভারতে যাওয়া যাবে বা এটি মাল্টি ভিসা হিসেবে গণ্য হবে।

দেশটির কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইট অনুযায়ী, ভারত ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা ব্যবস্থায় যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার জন্য অনুরোধ করা হলো। ই-ভিসায় আমরা যে পরিবর্তন এনেছি, তা থেকে সংশ্লিষ্টরা উপকৃত হতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

এদিকে বর্তমানে বিশ্বের ১৬০টির বেশি দেশ ভারতে পর্যটন, ব্যবসা, মেডিকেল ই-ভিসার জন্য আবেদন করতে পারে। ই-ভিসার জন্য আবেদনকারীরা আবেদন, ফি জমা দেয়া থেকে ভিসা পাওয়া পর্যন্ত সবকিছু অনলাইনে করতে পারবেন। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন