তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বণিক বার্তা ডেস্ক

 ফরিদপুর, ময়মনসিংহ পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন গতকাল গত সোমবার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

ফরিদপুর: নগরকান্দা উপজেলার নাগারদিয়ায় বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন গত সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে সময় আহত হন আরো ২০ জন

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে এরা হলেন বাগেরহাটের সদর উপজেলার বাগমারা এলাকার নাসির হাওলাদারের স্ত্রী ফিরোজা বেগম (৩৬) কচুয়া থানার সাইনবোর্ড এলাকার মুনসুর শেখের ছেলে লিটন শেখ (৩৫)

ভাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ইনচার্জ সজিবুর রহমান জানান, রাত সোয়া ১১টার দিকে বাগেরহাট থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় একপর্যায়ে বাসটি খাদে পড়ে যায় খবর পেয়ে ভাঙ্গা, নগরকান্দা মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়

ওই বাসের কয়েকজন যাত্রী জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসার পর থেকেই চালক দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন নিয়ে একাধিকবার চালকের দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি কর্ণপাত করেননি

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, তিনজন নিহত হয়েছেন ঘটনায় নগরকান্দা থানায় বাসের চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বাসটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা আছে

ময়মনসিংহ: ভালুকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ রোড এলাকায় দুর্ঘটনা ঘটে নিহত আব্দুল মান্নান ভালুকা পৌর এলাকার ১নং ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুল মান্নান নামাজ শেষে বাসায় ফিরছিলেন সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে

পিরোজপুর: ভান্ডারিয়া শহরের টিঅ্যান্ডটি সড়কে ট্রাকের ধাক্কায় মোসলেম আলী হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গতকাল বিকালে দুর্ঘটনা ঘটে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন