দুর্গা পূজা উপলক্ষে হিলি সীমান্তে মিলনমেলা

বণিক বার্তা প্রতিনিধি হিলি

 বাংলাদেশ-ভারত দুই  দেশেই রয়েছে স্বজন বিশেষ বিশেষ অনুষ্ঠান ছাড়া তাই প্রিয়জনের তেমন দেখা হয় না তবে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে একনজরের জন্য প্রিয়জনকে দেখার জন্য ছুটে এসেছেন সীমান্তে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ঘিরে গতকাল দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা ভারত বাংলাদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে

সরেজমিন গতকাল হিলি সীমান্তে গিয়ে দেখা যায়,  শূন্যরেখার দুই পারে ভিড় করছে শত শত মানুষ যাদের বেশির ভাগই এসেছে প্রিয়জনের সঙ্গে দেখা করতে আবার অনেকে এসেছে পূজা দেখতে, অনেকে সীমান্ত দেখতেও দূর-দূরান্ত থেকে এসেছে

পূজা উপলক্ষে গত কয়েক দিন প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানে দর্শনার্থীরা আসছে হিলি সীমান্তে অন্যদিকে সীমান্তের ওপারে ভারতের বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থী স্বজনরা আসছে এদের মধ্যে যাদের পাসপোর্ট রয়েছে, তারা সীমান্ত পার হয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ পূজা দেখতে আসছে আর যারা সীমান্ত পার হতে পারছে না, তারা কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা কুশল বিনিময় করছে এদের মধ্যে আবার কেউ কেউ বিজিবি-বিএসএফের অনুমতিসাপেক্ষে  সীমান্তের শূন্যরেখায় প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ পেয়েছে

হিলি সীমান্তে আসা দর্শনার্থী শ্যামল ঘোষ জানান, হিলি সীমান্তে দুর্গা পূজা ঘিরে প্রচুর সনাতন ধর্মাবলম্বীর সমাগম ঘটে কাঁটাতারের কারণে দুই দেশের মানুষ সীমান্ত পার হতে না পারলেও বিশেষ দিনে দূর থেকে প্রিয়জনদের দেখতে পেয়ে ভালো লাগা কাজ করে তাই ভালোবাসার টানে, নাড়ির টানে সীমান্তে ছুটে আসা তবে উৎসবগুলোতে বিশেষ ব্যবস্থায় কয়েক ঘণ্টার জন্য সীমান্ত খুলে দেয়ার দাবি জানান তিনি 

হিলি সীমান্তে পূজা দেখতে ভারতে থাকা বোনের সঙ্গে দেখা করতে গোবিন্দগঞ্জ থেকে এসেছেন শর্মিলা ঠাকুর স্মৃতি বালা তারা জানান, ওপারে স্বজনরা এলেও বিজিবি বিএসএফ অনুমতি না দেয়ায় দেখা করা সম্ভব হচ্ছে না যে কারণে ইশারার মাধ্যমে ভালো-মন্দ খোঁজখবর মনের ভাব প্রকাশ করে বাড়ি ফিরতে হচ্ছে তারাও স্বল্প সময়ের জন্য হলেও বিশেষ ব্যবস্থায় সীমান্ত খুলে দেয়ার দাবি জানান

এদিকে গতকালও পাসপোর্টের মাধ্যমে দুই  দেশে যাতায়াত অব্যাহত ছিল ভারতে পূজা দেখতে যাচ্ছিলেন বগুড়ার পুষ্পা রানী তিনি জানান, শুনেছি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন