সিরিজ হারল পাকিস্তান

নবাগত ভানুকা রাজাপাকসের টর্নেডো হাফ সেঞ্চুরির পর নুয়ান প্রদীপ ওয়ানিদু হাসারাঙ্গার অনবদ্য বোলিং লাহোরে দ্বিতীয় টি২০ ম্যাচে ৩৫ রানের জয় এনে দেয় শ্রীলংকাকে এতে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই - ব্যবধানে সিরিজ জিতে নিল অতিথিরা আজ একই মাঠে সিরিজের তৃতীয় শেষ ম্যাচ

রাজাপাকসে ৪৮ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দেন ১৮২ রানের লড়াকু সংগ্রহ ক্যারিয়ারের দ্বিতীয় টি২০ ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান ছয়টি ছক্কা চারটি বাউন্ডারি মারেন তৃতীয় উইকেটে শেহান জয়সুরিয়াকে (২৮ বলে ৩৪) নিয়ে বোর্ডে ৯৪ রান যোগ করেন করেন রাজাপাকসে এরপর লংকানদের বোলিং শো প্রদীপ ২৫ রানে চারটি হাসারাঙ্গা ৩৮ রানে তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে ১৪৭ রানে অলআউট করে দেন

লাসিথ মালিঙ্গা না আসায় শ্রীলংকাকে নেতৃত্ব দেয়া দাসুন শানকা বলেন, আমরা মানসম্মত ক্রিকেট খেলেছি, কারণেই জিতেছি ধ্রুপদী এক ইনিংস খেলেছে রাজাপাকসে তরুণ খেলোয়াড়টির এখন বেশি করে সুযোগ পাওয়া উচিত, নির্বাচকরা হয়তো বিবেচনা করবেন

সাতবারের চেষ্টায় এই প্রথম টি২০ সিরিজে পাকিস্তানকে হারাল শ্রীলংকা এখন তো দলটিকে হোয়াইটওয়াশ করার সুযোগও রয়েছে খর্বশক্তির দলটির সামনে

পাকিস্তান দলনায়ক সরফরাজ আহমেদ হারের পর বলেন, আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি শ্রীলংকাকে অভিনন্দন জানাই ব্যাটিং, বোলিং ফিল্ডিং সবকিছুতেই আমাদের চেয়ে ভালো করা শ্রীলংকারই জয়টি প্রাপ্য

প্রথম ম্যাচের মতো গতকাল দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের ওপেনারদের ফিরিয়ে দেন লংকান পেসাররা ফখর জামানকে ছয় রানে ফেরান কাসুন রাজিথা, আর বাবর আজম শিকার হন প্রদীপের এরপর মিডল অর্ডার গুঁড়িয়ে দেন হাসারাঙ্গা অষ্টম ওভারে তিনি ফেরান আহমেদ শেহজাদ, উমর আকমল সরফরাজকে প্রথম বলে আউট হয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের সঙ্গী হন উমর টি২০ ক্রিকেটে যুগ্মভাবে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি তিনি ভাগাভাগি করছেন শ্রীলংকার তিলকারত্নে দিলশানের সঙ্গে

এএফপি, ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন