পিক্সেল ৪ স্মার্টফোনের মূল্য ফাঁস

বণিক বার্তা ডেস্ক

গুগলের পিক্সেল অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে কয়েক মাস ধরেই গুজব চলছে। এরই মধ্যে ফোনটির ডিজাইন ফাঁস হয়ে গেছে। ১৫ অক্টোবর ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের আগেই এবার ফাঁস হলো স্পেসিফিকেশন দাম! খবর অ্যান্ড্রয়েড অথরিটি।

নির্ভরযোগ্য অ্যান্ড্রয়েড ব্লগার ইভান ব্ল্যাস টুইটারে পিক্সেল -এর বিভিন্ন ভার্সনের কানাডীয় মূল্য প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী, ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের পিক্সেল -এর দাম ধরা হয়েছে হাজার ৪৯ দশমিক ৯৫ কানাডীয় ডলার এবং ১২৮ গিগাবাইট স্টোরেজের জন্য হাজার ১৯৯ দশমিক ৯৫ ডলার। ৬৪ গিগাবাইট স্টোরেজের পিক্সেল এক্সএলের দাম হাজার ১৯৯ দশমিক ৯৫ কানাডীয় ডলার এবং ১২৮ গিগাবাইটের জন্য হাজার ৩৫৯ দশমিক ৯৫ কানাডীয় ডলার। কানাডীয় ডলার দশমিক ৭৫ মার্কিন ডলারের সমান ধরে হিসাব দেয়া হয়েছে।

কানাডায় পিক্সেল -এর দাম ৯৯৯ কানাডীয় ডলার থেকে শুরু। পিক্সেল এক্সএলের দাম হাজার ২৫৯ কানাডীয় ডলার। ফলে গুগলের পরবর্তী প্রজন্মের ডিভাইসের দাম আগের প্রজন্মের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি হবে এটা নিশ্চিত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন