যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়ায় দাম বেড়েছে জ্বালানি তেলের

বণিক বার্তা ডেস্ক

টানা দরপতনের মুখে থাকা জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়েছে। যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়ার তথ্য প্রকাশের পর হঠাৎ করেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দাম বেড়েছে। খবর রয়টার্স। 

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ১৬ লাখ ব্যারেল বৃদ্ধির প্রত্যাশা করা হয়েছিল। এর বিপরীতে সময়ে মজুদ কমেছে ৫৯ লাখ ব্যারেল। এতেই চাঙ্গা হয়ে উঠেছে জ্বালানি পণ্যটির বাজার।

বুধবার ব্যারেলপ্রতি দাম বেড়েছে ৪৩ সেন্ট বা দশমিক শতাংশ। সময় প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে ৫৯ ডলার ৩২ সেন্টে। আর যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এদিন ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা দশমিক শতাংশ বৃদ্ধি পেয়ে বিক্রি হয় ৫৪ ডলার ২৩ সেন্টে।  

গত মাসে সৌদি অ্যারামকোয় হামলার পর হঠাৎ জ্বালানি তেলের দাম বেড়েছিল। তবে খুব তাড়াতাড়ি আবার বাজার নিম্নমুখী হয়েছিল। সময় যুক্তরাষ্ট্রের কাছে থাকা মজুদ থেকে সরবরাহ বৃদ্ধি করে বাজার নিয়ন্ত্রণ করতেও আগ্রহী ছিল দেশটি। তবে শেষ পর্যন্ত সেটি প্রয়োজন না হলেও নতুন তথ্যে দেখা গেছে দেশটির জ্বালানি তেলের মজুদ অপ্রত্যাশিতভাবে উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে।

এদিকে মঙ্গলবার ডব্লিউটিআইয়ে নভেম্বর সরবরাহ চুক্তিতে জ্বালানি তেলের দাম টানা ছয় সেশনের মতো নিম্নমুখী রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জেফরি হ্যালি মনে করেন, দাম বাড়লে ব্রেন্ট ডব্লিউটিআইয়ে মঙ্গলবারের ক্ষতি কিছুটা কমিয়ে আনা যাবে। যদিও বিভিন্ন এলাকায় ছুটি থাকায় জ্বালানি পণ্যটির বিক্রি কিছুটা কমতির দিকে রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন