ক্যারিবীয় সাগর তলে ‘পড়ে আছে’ ২০ বিলিয়ন ডলারের সম্পদ!

অনলাইন ডেস্ক

১৭০৮ সালের ৮ জুন। কলম্বিয়ার কার্টেজেনা উপকূলে ধনসম্পদে ভরা একটি স্প্যানিশ জাহাজে আক্রমণ চালায় ব্রিটিশ নৌবাহিনী। পাল তোলা এই জাহাজগুলোকে বলা হতো গ্যালিয়ন। ঐতিহাসিকদের মতে, কার্টজেনায় মেরামতের উদ্দেশ্যে থেমে পরপর তিনবার ব্রিটিশদের আক্রমণেও জয় হয়েছিল ‘সান জোসে’ নামের এই গ্যালিয়নটিরই। তবে এরপর তার ভাগ্যে কী ঘটেছিল তা জানা যায়নি। ধারণা করা হয়, গ্যালিয়নটি কোন না কোনভাবে বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা ও অন্যান্য মূল্যবান পাথরসহ প্রায় ৬০০ জন যাত্রী নিয়ে পানির নিচে তলিয়ে গিয়েছিল। বিগত কয়েক শতাব্দী ধরে সান জোসে সমুদ্রের তলদেশেই রয়ে গেছে। সম্প্রতি জাহাজটির খোঁজ পেয়েছে কলোম্বিয়া সরকার। ধারণা করা হচ্ছে, জাহাজটি যেসব সম্পদ নিয়ে ডুবেছিল তা উদ্ধার করা গেলে বর্তমান মূল্য দাঁড়াবে প্রায় ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার!

২০১৫ সালে কলম্বিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে জাহাজটির অনুসন্ধান করার ঘোষণা দেন। তখন জাহাজটি ঘিরে থাকা নানান রহস্য বেরিয়ে আসতে শুরু করে। এর ঠিক চার বছর পর অর্থাৎ চলতি বছর জানা যায়, স্প্যানিশ এই জাহাজটির ধ্বংসাবশেষ এখনও কলম্বিয়ার সমুদ্রতলে ৬০০ মিটার গভীরে রয়েছে।

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন