শেয়ার বিক্রি করবেন শাহ্জালাল ইসলামী ব্যাংক উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

 শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তাহেরা ফারুক তার হাতে থাকা কোটি লাখ ৫৬ হাজার ৩২৫টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে লেনদেন সম্পন্ন হবে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

২০০৭ সালে তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৩৩ কোটি ৪২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৫২ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৩ কোটি ৩৪ লাখ ২১ হাজার ২৭২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৩৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৩৩ সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল টাকা ৫৮ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৫১ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটির সম্মিলিত ইপিএস হয়েছে টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯২ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সম্মিলিত ইপিএস হয়েছে ৬৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৫ পয়সা। ৩০ জুন সম্মিলিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৭৫ পয়সা।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন