নারায়ণগঞ্জে বস্তিতে আগুনে ৭০টি ঘর ভস্মীভূত

বণিক বার্তা প্রতিনিধি নারায়ণগঞ্জ

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানায় জেলা পরিষদ কার্যালয়ের পাশে একটি বস্তিতে আগুনে প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আকস্মিকভাবে ওই বস্তিতে আগুন লাগে। আগুন দ্রুত বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগায় বস্তিবাসীসহ শত শত মানুষ মধ্যরাতে লিংক রোডে এসে অবস্থান নেয়। বস্তির পাশেই একটি সিএনজি ফিলিং স্টেশন থাকায় ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ১ ঘণ্টার চেষ্টায় একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই প্রায় ৭০টি ঘর পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন