নন-ফিকশন বইমেলা

নন-ফিকশন বইমেলা ২০১৫

নন-ফিকশন বইমেলা ২০১৫
নন-ফিকশন বই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী বইমেলা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। যৌথভাবে এ মেলার আয়োজক বণিক বার্তা ও ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদ।

ঢাবি উপাচার্য এ সময় বলেন, একটা সময় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির বই পাওয়া কঠিন ছিল। সাহিত্যকেন্দ্রিক বই বেশি রচিত হতো। বিশ্বব্যাপী অর্থনীতির প্রসারের সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নন-ফিকশন বইয়ের চাহিদা বেড়েছে। এ মেলার মাধ্যমে ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রীসহ অর্থনীতি ও বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের এসব বইয়ের সঙ্গে পরিচয় ঘটবে।
প্রথমবারের মতো অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ নন-ফিকশন বইমেলার আয়োজন করায় বণিক বার্তা ও ব্যবসায় প্রশাসন বিভাগকে ধন্যবাদ জানান উপাচার্য।


                ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সাথে যৌথভাবে নন-ফিকশন বইমেলার আয়োজন করে থাকে বণিক বার্তা




নন-ফিকশন বইমেলা ২০১৫





প্রকাশনী

সহযোগী সংগঠন