সিরিয়া থেকে প্রত্যাহারকৃত মার্কিন সেনাদের ইরাকে প্রবেশ

বণিক বার্তা ডেস্ক

উত্তর-পূর্ব সিরিয়া থেকে প্রত্যাহারকৃত মার্কিন সেনারা গতকাল সকালে ইরাকে প্রবেশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশের অংশ হিসেবে সেনাদের ইরাকে নেয়া হচ্ছে ট্রাম্পের নির্দেশ তুরস্কের সামনে সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরুর পথ তৈরি করে দেয় খবর রয়টার্স

রয়টার্সের এক ক্যামেরাম্যান শতাধিক সাঁজোয়া যানকে সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্ত পার হতে দেখার কথা জানিয়েছেন এদিকে ওয়াশিংটন আঙ্কারার মধ্যে একটি সমঝোতার অংশ হিসেবে অঞ্চলটিতে পাঁচদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক আজ রাতে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হবে

রয়টার্সের ভিডিওচিত্রে মার্কিন সেনাদের বহনকারী সাঁজোয়া যানগুলোকে সাহেলা সীমান্ত পাড়ি দিয়ে ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ দোহুকে প্রবেশ করতে দেখা যায়

শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার জানান, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে ইরাক রক্ষায় সাহায্যার্থে উত্তর সিরিয়া থেকে প্রত্যাহারকৃত প্রায় এক হাজার সেনার সবাইকে পশ্চিম ইরাকে সরিয়ে নেয়া হবে

এদিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) প্রস্তাবিত নিরাপদ অঞ্চল থেকে সরে না গেলে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলেই পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন