চেন্নাইয়ে অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন মোদি ও শি

বণিক বার্তা ডেস্ক

 চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ১১ ১২ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাত্র ৫০ ঘণ্টা আগে বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর বিজনেসটুডে

এশিয়ার প্রতিদ্বন্দ্বী দুই দেশের শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন মোদি শির জন্য অনেক সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুদিনের আলোচনায় দ্বিপক্ষীয়, আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে মন্ত্রণালয় বিশেষত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দ্বিতীয় অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে শির সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেরি করেছে চীনা কর্তৃপক্ষ জন্মু-কাশ্মীর নিয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান থাকায় তা ইন্দো-চীনের সম্পর্কে খানিকটা প্রভাবিত করেছে তাই চীনের পক্ষে শির ভারত সফরের ঘোষণা একটু বিলম্বিত হয়েছে

এদিকে জন্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান একান্ত নিজস্ব সাংবিধানিক বলে জানিয়েছে দেশটির এক সরকারি সূত্র বিষয়ে শির সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছে সূত্রটি তবে চীনা প্রেসিডেন্ট ইস্যুটি বুঝতে চাইলে মোদি তাকে সেই বিষয়ে একটি আনুপূর্বিক বিবরণ দেবে বলে জানিয়েছে একই সূত্র

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন