রাজাকারদের তালিকার প্রথম কিস্তি প্রকাশ

বণিক বার্তা অনলাইন

অফুরন্ত আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের ৪৮ বছর উদযাপনকে সামনে রেখে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীতে থাকা ১০ হাজার ৭৮৯ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তালিকা প্রকাশ করে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেফাজতে থাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এই তালিকা তারা তৈরি করেছেন। প্রথম তালিকা রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো তালিকা প্রকাশ করা হবে।

মন্ত্রী বলেন, ‘তৎকালীন ১৯ জেলার রেকর্ড রুমে যেসব দালিলিক প্রমাণ ছিল, সেগুলো দিতে বলা হয়; আশারুরূপ তালিকা পাইনি, তাই জানুয়ারি মাসের মধ্যে রেকর্ড পাঠানোর জন্য বলেছি। যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে তালিকা প্রকাশ করা হবে।’

‘জনদাবি’ থাকলে এই তালিকা ধরে গেজেট প্রকাশ করা হতে পারে বলেও মোজাম্মেল হক জানান।


পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন