কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জের প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম আসাদ (১৪) শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে আসাদ (১৪) নামের ওই কিশোরের মৃত্যু হয়। নিয়ে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। এছাড়া ১৭ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে নয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানান, আসাদের শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। পাশাপাশি তার শ্বাসনালিও ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। টানা দুই দিন নিবিড় পরিচর্যায় রাখার পর গতকাল সকাল ৭টার দিকে মারা যায় আসাদ। এর বাইরে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। এর মধ্যে নয়জনকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তাদের প্রত্যেকেরই শরীর ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে।

তবে ১৭ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।

এদিকে আসাদের মৃত্যুর মধ্য দিয়ে কেরানীগঞ্জে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৪। এর মধ্যে ১২ জনের মরদেহ শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একজনের ভাই কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন