বিতর্ক-বিশৃঙ্খলায় শেষ ঢাকার প্রথম পর্ব

ক্রীড়া প্রতিবেদক

 বিপিএল আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল নানা গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর দ্বন্দ্বে এবারের আয়োজন শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা, তা নিয়েও ছিল শঙ্কা একপর্যায়ে চমক নিয়ে হাজির হয় বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোকে সরিয়ে আয়োজনের দায়িত্ব নেয় নিজেদের কাঁধেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিপিএলের বিশেষ এই আসরের নাম দেয়া হয় বঙ্গবন্ধু বিপিএল জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয়েছে মাঠের লড়াইও তবে বিশেষ বিপিএল নানা বিতর্ককে সঙ্গী করেই শেষ করল ঢাকায় প্রথম পর্ব মঙ্গলবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের লড়াই প্রশ্ন হচ্ছে, শুরুতেই যে বিতর্ক অনিয়মের দাগ বিপিএলের গায়ে লেগেছে, বাকি সময়ে তা মুছবে তো?

উদ্বোধনী দিন থেকেই শুরু অনিয়ম বিতর্কের উৎসব মাতাতে সেদিন বলিউড থেকে উড়িয়ে আনা হয়েছিল সালমান খান ক্যাটরিনা কাইফকে তাদের সঙ্গে ছিলেন সনু নিগম কৈলাস খের বাংলাদেশ থেকে ছিলেন ডি রকস্টার শুভ, রেশমি মির্জা জেমস নাচে-গানে উদ্বোধনী অনুষ্ঠান আলো ছড়ালেও তাতে দেশীয় ক্রিকেটীয় ছোঁয়া না থাকায় শুরুতেই সমালোচনার মুখে পড়তে হয় বিসিবিকে বিশেষ করে এবারের বিপিএলের সঙ্গে বঙ্গবন্ধুর নাম জড়িয়ে থাকায় হিন্দি গানের আধিপত্যে এমন আয়োজন মানতে পারেননি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দর্শককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে পাশাপাশি সেদিনের অনুষ্ঠানের উপস্থাপনার মান নিয়েও ছিল প্রশ্ন উপস্থাপকদের প্রস্তুতির অভাব ছিল চোখে পড়ার মতো তবে আশা করা হয়েছিল, বিশৃঙ্খলা হয়তো দ্রুতই কেটে যাবে কিন্তু পরবর্তী দিনগুলোতেও তা পিছু ছাড়েনি বিপিএলের

এর মাঝে মঙ্গলবার বিকালে অনেকটা আকস্মিকভাবেই জানানো হয় বিপিএলের সাত অধিনায়ককে নিয়ে ফটোসেশনের কথা কিন্তু সেখানে ছিলেন না ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার বদলে প্রতিনিধি হিসেবে আসেন মুমিনুল হক অন্যদিকে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবি যানজটের কারণে মাঠেই আসতে পারেননি সব মিলিয়ে হাস্যকর এক ফটোসেশনে ফের সমালোচনার মুখে বিসিবি

এবারের বিপিএল শুরুর আগে ক্রিস গেইলের আসা না আসা নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তবে শুরুর আগেই নিষ্পত্তি হয় গেইল ইস্যুর এরপর মাঠের লড়াই শুরু হলে আলোচনার কেন্দ্রে আসে সিলেট থান্ডার জানা গেছে, ম্যাচের দিনই দলের সঙ্গে যোগ দেন অনেক খেলোয়াড় এমনকি সেই ম্যাচে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন