পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

বণিক বার্তা ডেস্ক

 ঝিনাইদহ, মেহেরপুর, পাবনা, ময়মনসিংহ গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন গতকাল শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে প্রতিনিধিদের পাঠানো খবর

ঝিনাইদহ: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন গতকাল গত শুক্রবার রাতে এসব দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম (৬৫), তার ছেলে হাসিবুল ইসলাম (১৮), হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে কনস্টেবল ইসমাইল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের নাসির উদ্দিনের ছেলে ট্রলিচালক হেলাল উদ্দিন (৪০)

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, গতকাল সকাল ১০টার দিকে খড়বোঝাই একটি ট্রলি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায় সময় খড়ের নিচে চাপা পড়ে চালক হেলাল ঘটনাস্থলেই মারা যান

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কনস্টেবল ইসমাইল চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন গত শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রিশখালীতে এসে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে ইসমাইল গুরুতর আহত হন স্থানীয়রা তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয় সেখানে রাতেই তিনি মারা যান

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মহিদুল ইসলাম তার ছেলে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসির ছাত্র হাসিবুল ইসলাম গতকাল বিকালে একটি কাপড়ের দোকানে হালখাতা করতে যান সেখান থেকে বাড়ি ফেরার পথে মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয় এতে পিতা-পুত্র গুরুতর আহত হন সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

মেহেরপুর: জেলার পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন গতকাল গাংনী সদর উপজেলার হরিরামপুরে এসব দুর্ঘটনা ঘটে

জানা গেছে, গতকাল বেলা ১টার দিকে মেহেরপুরের গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে নসিমন উল্টে আশেনা খাতুন নামে এক গৃহবধূ নিহত হন আশেনা খাতুন গাংনী উপজেলার জালশুকা গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হন আশেনা খাতুন গ্রামের আলমগীর হোসেনের শ্যালোইঞ্জিন চালিত নসিমনে করে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন