আগামীকাল পাটকল শ্রমিকদের সঙ্গে বিজেএমসির বৈঠক

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফার আন্দোলনের মুখে  সংশ্লিষ্টদের সাথে বৈঠক করতে যাচ্ছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। আগামীকাল বুধবার বিজেএমসির সভাপক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজেএমসির এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। 

নোটিশে বলা হয়েছে, পাটকল কর্পোরেশনের মিলসমূহে উদ্ভূত সমস্যা এবং শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়া সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ নেতৃবৃন্দ ও মিলসমূহের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।  

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা গত ২৩ নভেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচি পালন করে আসছে। এ ১১ দফার মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবি রয়েছে।

গত ১০ ডিসেম্বর দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ১২টির শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। রাজশাহীতে একটি, খুলনা অঞ্চলে নয়টি, নরসিংদীতে একটি ও চট্টগামে একটি পাটকলের শ্রমিকরা এ আমরণ অনশনে যোগ দেন।

এর মধ্যে খুলনায় অংশ নেওয়া এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া অন্যান্য জায়গার মত রাজশাহীতেও  অনশন চলাকালে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ্য হয়ে পড়ে। ইতোমধ্যে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন