চরফ্যাশনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

পুলিশসহ আহত ২৫

বণিক বার্তা প্রতিনিধি ভোলা

 ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন গতকাল দুপুরে নুরাবাদ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে নুরাবাদ বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা গণসংযোগ করছিলেন সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা লাঠিসোটা নিয়ে হামলা চালায় খবর পেয়ে আনোয়ার হোসেনের সমর্থকরা ঘটনাস্থলে আসেন পরে দুই পক্ষের সমর্থকরা লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে বাজারের দুই পাশে অবস্থান নেয় একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা পরস্পরকে লক্ষ্য করে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করে এতে পুলিশের তিন কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয় ঘটনার জেরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা নুরাবাদ বাজারের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়? ভাংচুর করে সময় একটি এলইডি টিভি, একটি সাউন্ড মেশিন এবং চারটি মোটরসাইকেল কুপিয়ে রড দিয়ে ভাংচুর করে

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সময় পুলিশের তিন কর্মকর্তা দুই কনস্টেবল আহত হন বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন

ওসি আরো জানান, সংঘর্ষের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

এদিকে সংঘর্ষের বিষয়ে মন্তব্য জানতে দুই চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন