দুই সপ্তাহ পর বেনাপোল দিয়ে পচনশীল পণ্য আমদানি শুরু

বণিক বার্তা প্রতিনিধি যশোর

 টানা দুই সপ্তাহ বন্ধ থাকার পর বেনাপোল দিয়ে ভারত থেকে পচনশীল খাদ্যদ্রব্য কাঁচামাল আমদানি শুরু হয়েছে গত বৃহস্পতিবার বিকাল থেকে পচনশীল পণ্য কাঁচামাল আমদানি শুরু হয় ঘোষণা ছাড়া অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগ এনে গত ৩০ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় আমদানিকারকদের নয় ট্রাক পানপাতা আটক করে এরই প্রতিবাদে বেনাপোল বন্দরে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা তবে দুই সপ্তাহ পর আবার নিজ উদ্যোগেই কাঁচামাল আমদানি শুরু করলেন ব্যবসায়ীরা

আমদানিকারক ফজলুর রহমান জানান, বেনাপোল দিয়ে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় পথে আমদানিকারকদের আগ্রহ বেশি ফলে ব্যবসায়ীরা যেমন লাভবান হন, তেমনি দেশের রাজস্ব আয়ও বাড়ে

বেনাপোল কাস্টমস সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, দুই সপ্তাহ বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার বিকাল থেকে পুনরায় কাঁচামাল আমদানি শুরু হয়েছে বর্তমানে বন্দরে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চলমান রয়েছে ব্যবসায়ীরা যাতে সহজে পণ্য খালাস নিতে পারেন, সেজন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে

বন্দর সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কমপক্ষে ৪০০ থেকে ৪৫০ ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে এসব পণ্যের মধ্যে ৩৫ থেকে ৪০ ট্রাক রয়েছে মাছ, পানপাতা, আপেল, লেবু টমেটোসহ বিভিন্ন পচনশীল জাতীয় খাদ্যদ্রব্য প্রতিদিন এসব আমদানি পণ্য থেকে সরকারের প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আয় হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন