বুরুকুটু আকরিক খনি থেকে উত্তোলন কমিয়ে আনছে ভালি এসএ

বিশ্বের শীর্ষ আকরিক লোহা উত্তোলনকারী প্রতিষ্ঠান ব্রাজিলের ভালি এসএ তাদের সবচেয়ে বড় খনি বুরুকুটু থেকে উত্তোলন কমিয়ে আনতে যাচ্ছে খনি থেকে উৎপাদিত বর্জ্য ফেলার বাঁধসংক্রান্ত সমস্যায় উত্তোলন কমিয়ে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি মিনাস গেরাইস রাজ্যে অবস্থিত খনি থেকে দুই মাস পর্যন্ত অন্তত ১৫ লাখ টন উত্তোলন কমিয়ে আনবে প্রতিষ্ঠানটি ফলে আগামী বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আকরিক লোহা উত্তোলন কমে দাঁড়াতে পারে কোটি ৮০ লাখ থেকে কোটি ৩০ লাখ টন যেখানে এর আগে উত্তোলন ধরা হয়েছিল সাত কোটি থেকে কোটি ৫০ লাখ টন     সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন