গুগল-ফেসবুককে অস্ট্রেলিয়ার হুঁশিয়ারি

বণিক বার্তা ডেস্ক

 অস্ট্রেলিয়ায় ব্যবসা পরিচালনায় বাজার আধিপত্যের অপব্যবহার এবং প্রতিযোগিতায় ব্যাঘাত না ঘটানোর বিষয়টি নিশ্চিত করতে বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল এবং সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দেশটির নতুন নীতিমালা মানতে বলা হয়েছে অন্যথায় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেছে অস্ট্রেলিয়ার সরকার খবর রয়টার্স

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) একটি আচরণবিধি তৈরি করবে ডিজিটাল বিজ্ঞাপন খাতে জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আধিপত্য নিয়ে যে অভিযোগ রয়েছে, আচরণবিধির মাধ্যমে সেগুলো সমাধান করা হবে কারণ স্থানীয় সংবাদমাধ্যমগুলোর আয়ের মূল উৎসই হলো বিজ্ঞাপন ডিজিটাল বিজ্ঞাপন সেবাদাতাদের কারণে ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমগুলো আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঐতিহ্যবাহী মিডিয়া এবং ডিজিটাল বিজ্ঞাপন বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে যাতে কেউ আধিপত্যের অপব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করবে নীতিমালা

তিনি বলেন, ডিজিটাল প্লাটফর্ম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমরা কীভাবে নিয়ন্ত্রণ করছি, আমি চাই বিশ্বের সামনে তার একটি দারুণ মডেল রাখতে

বিশ্ব এখন ডিজিটাল বিভিন্ন মাধ্যমে ভুয়া খবর এবং সন্ত্রাসবাদ ছড়ানো বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে নিয়ে বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ এবং বিশ্বের বাকি দেশগুলো এবার বিষয়টি নিয়ে নিজেদের কঠোর মনোভাবের জানান দিল অস্ট্রেলিয়া, যা প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন