অস্ট্রেলিয়া দাবানলে ২৫ কোটি টন কার্বন নির্গমন

বণিক বার্তা ডেস্ক

 অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) কুইন্সল্যান্ডে চলতি বছরে সংগঠিত দাবানলে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে, তা দেশটির বার্ষিক কার্বন নিঃসরণের প্রায় অর্ধেক নাসার বিশ্লেষণে দেখা গেছে গত আগস্ট এনএসডব্লিউ দাবানলে ১৯ কোটি ৫০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে এছাড়া কুইন্সল্যান্ড দাবানলে নির্গত হয়েছে কোটি ৫০ লাখ টন কার্বন খবর গার্ডিয়ান

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বার্ষিক গ্রিনহাউজ গ্যাস ফুটফ্রিন্ট ছিল ৫৩ কোটি ২০ লাখ টন বিশেষজ্ঞরা বলছেন এবারের কার্বন নিঃসরণের ব্যাপারটি একটু ভিন্ন কারণ দাবানলে যে পরিমাণ বন ধ্বংস হয়েছে তা পুনরায় ঠিক হতে কয়েক বছর এমনকি কয়েক দশক পর্যন্ত লাগতে পারে

কার্বন নিঃসরণের উপাত্তগুলো প্রকাশ করেছে গার্ডিয়ান অস্ট্রেলিয়া নাসা গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ডক্টর নিলস আন্দেলা তথ্যগুলো জানিয়েছেন

কৃত্রিম উপগ্রহ থেকে দাবানলের ছবি সংগ্রহ করে পূর্ববর্তী তথ্য-উপাত্তের নিরিখে সর্বশেষ দাবানল থেকে কার্বন নিঃসরণের আনুমানিক হিসাব করেছে জিএফইডি চলতি মৌসুমে এনএসডব্লিউতে দাবানলে পুড়ে গেছে ২৭ লাখ হেক্টর বনভূমি আগামী মাসগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় আরো দাবানলের আশঙ্কা করছে কর্তৃপক্ষ

দাবানল থেকে অস্ট্রেলিয়ার কার্বন নিঃসরণের বার্ষিক গড় দীর্ঘদিন ধরে ছিল ৩৮ কোটি টন এক্ষেত্রে এনএসডব্লিউর অবদান ছিল নগণ্য কিন্তু চলতি বছর দেশটির কার্বন নিঃসরণের প্রায় অর্ধেক অবদান অঙ্গরাজ্যটির

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন