ইবনে সিনা উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

 পূর্বঘোষণা অনুযায়ী দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের দুই হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন কোম্পানির অন্যতম উদ্যোক্তা পরিচালক (ইবনে সিনা ট্রাস্ট কর্তৃক মনোনীত) এম আতাউর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে

১৯৮৯ সালে তালিকাভুক্ত ইবনে সিনার অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা পরিশোধিত মূলধন ৩১ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা রিজার্ভে রয়েছে ১১৬ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা মোট শেয়ার সংখ্যা কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৮ এর ৪৪ দশমিক ৪৩ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালক, ২১ দশমিক ৩২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৩৪ দশমিক ২৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির মোট বিক্রি হয়েছে ৫২৬ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬৫ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩ কোটি ৬২ লাখ ৬৬ হাজার টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪৫ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৩২ পয়সা, ২০১৮ হিসাব বছর শেষে যা ছিল ৩৯ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ইবনে সিনা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ইবনে সিনা শেয়ারের সর্বশেষ দর ছিল ২৩২ টাকা সমাপনী দর ছিল ২৩০ টাকা ৭০ পয়সা গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২২৫ টাকা ২০ পয়সা ২৯০ টাকা ৯০ পয়সা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন