শিনজো আবের ভারত সফর বাতিল

বণিক বার্তা অনলাইন

নাগরিকত্ব সংশোধনী বিল এনআরসি ইস্যুতে রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় আসামে নিহত হয়েছে বিক্ষোভকারী এর পরিপ্রেক্ষিতে আসন্ন ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিক্ষোভে উত্তাল আসামের রাজধানী গুয়াহাটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিনজো আবের বৈঠকের সূচি নির্ধারিত ছিল খবর এনডিটিভি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভিশ কুমার টুইট বার্তায় জানান, ভবিষ্যতে সুবিধাজনক কোন সময়ে শিনজো আবের ভারত সফর আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে উভয় দেশ

১৫ ডিসেম্বর থেকে তিন দিনের সফরে ভারত আসার কথা ছিল শিনজো আবের গুয়াহাটিতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সূচিও প্রায় চূড়ান্ত ছিল এর মধ্যেই বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে আসামসহ অঞ্চলের রাজ্যগুলো আসামে মারা গেছে বিক্ষোভকারী মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী চলছে কারফিউ পরিস্থিতিতে শিনজো আবে আসন্ন ভারত সফর বাতিলের ঘোষণা এল

এর আগে ভারত সফরবাতিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন দিলিস্ন ডায়ালগ ইন্ডিয়ান ওশান ডায়ালগ উপলক্ষে তিন দিনের সফরে গতকাল ভারত যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর অন্যদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে তামাবিল হয়ে ভারত যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন