৪ কেজি স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে দুইযাত্রী আটক

বণিক বার্তা অনলাইন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি ওজনের স্বর্ণসহ দুইযাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। আটককৃতরা হলেন, ইউসুফ ও সৈয়দ আহমেদ মল্লিক।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে সৈয়দ আহমেদ মল্লিক মদিনা থেকে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশিতে রাত সাড়ে ১২টায় তাকে আটক করা হয়। এসময় তাঁর জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে স্বর্ণের ১৭টি চুড়ি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা।

একই দিনে সন্ধ্যায় দুবাই থেকে আসা এক যাত্রী ইউসূফকে ১ কেজি ৮৫৬ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়। যার বাজার মূল্য ৯২ লাখ ৮০ হাজার টাকা

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে। দুই যাত্রীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। স্বর্ণ চোরাচালানের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন