ভারতের রাষ্ট্রপতির অনুমোদন

আইনে পরিণত বিতর্কিত নাগরিকত্ব বিল

বণিক বার্তা অনলাইন

সারা দেশের বিক্ষোভ একপাশে রেখে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিলে স্বাক্ষর করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর মধ্যে দিয়ে বিলটি আইনে পরিণত হলো। খবর এনডিটিভি।

ভারতীয় পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার অনুমোদনের পর স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে নাগরিকত্ব বিলটিতে সম্মতি প্রদান করেন দেশটির রাষ্ট্রপতি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাষ্ট্রপতির সম্মতির পর বৃহস্পতিবারই রাষ্ট্রীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে আইনটি কার্যকর করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি উত্থাপন করেন। গত বুধবার উচ্চকক্ষে (রাজ্যসভা) ১২৫-৯৯ ভোটে পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধন) বিল। এর আগে গত সোমবার ৭ ঘণ্টা বিতর্কের পর বিলটি পাস হয় নিম্নকক্ষে (লোকসভা)।

নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে ভারতের ৬৪ বছরের পুরনো নাগরিকত্ব আইন সংশোধন হবে। ১৯৫৫ সালের ওই আইনে বলা হয়েছে, নাগরিকত্ব পেতে হলে ভারতে থাকতে হবে ১১ বছর। তবে সংশোধিতে আইনে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্ট ধর্মাবলম্বীরা যদি প্রমাণ করতে পারে তারা পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ থেকে এসেছে, তাহলে তারা পাঁচ বছরেই আবেদন করতে পারবে।

এর আগে ২০১৬ সালে একবার পার্লামেন্টে এ বিল লোকসভার অনুমোদন পেলেও রাজ্যসভার অনুমোদন পেতে ব্যর্থ হয়। তখন আসামসহ উত্তর-পূর্বাঞ্চলজুড়ে বিলটির বিরুদ্ধে বিক্ষোভ হয়।

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে বিক্ষোভে ফুঁসছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্য। কারফিউ ভেঙে গুয়াহাটির রাস্তায় নেমে পড়েছে মানুষ। পুলিশের গুলিতে অন্তত ৩ জন বিক্ষোভকারী নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো অনেকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন