ক্যাসিনোসংশ্লিষ্টতা

কলাবাগান ক্রীড়া চক্র ও বনানী ক্লাবের নিবন্ধন বাতিলের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

ক্যাসিনো কাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে কলাবাগান ক্রীড়া চক্র বনানী ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত ক্লাব দুটির বিষয়ে ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ঢাকা সমাজসেবা কার্যালয়কে এরই মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির গতকাল অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য জানানো হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, এতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাসিনোসংশ্লিষ্টতা রয়েছে এমন ১৫টি ক্লাবের নাম উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ভিত্তিতে মন্ত্রণালয় তালিকা দিয়েছে। এতে বলা হয়, বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে যেসব ক্লাবের নাম এসেছে, সেগুলোর মধ্যে রয়েছে ফুলবাগান ক্লাব (মিরপুর), চলন্তিকা ক্লাব (মিরপুর), আরামবাগ ক্রীড়া চক্র, ইয়ংম্যানস (ফকিরাপুল), মোহামেডান স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্লাব, দিলকুশা ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, বনানী গোল্ডেন ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, বনানী ক্লাব ইত্যাদি। এসব ক্লাবের মধ্যে ১৩টি সংগঠন সমাজসেবা কার্যালয় ঢাকার নিবন্ধিত নয়। কলাবাগান ক্রীড়া চক্র বনানী ক্লাব দুটি নিবন্ধিত। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপপরিচালক সমাজসেবা কার্যালয় ঢাকাকে গত নভেম্বর সমাজসেবা অধিদপ্তর থেকে চিঠি দেয়া হয়েছে।

ক্লাব দুটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের ঢাকা অফিস থেকে সংশ্লিষ্ট ক্লাব দুটিকে চিঠি দেয়া হয়েছে। ক্লাব দুটি এখনো কোনো জবাব দেয়নি। এগুলোকে রেজিস্ট্রি ডাকে আরেক দফা চিঠি দিতে বলা হয়েছে। এক্ষেত্রে কোনো জবাব পাওয়া না গেলে একতরফাভাবে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয়া হবে।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সরওয়ার জাহান কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন