চীনা নাগরিক খুনের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউ জিয়ান হুকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের বন্ধু জাঙ শান-হং বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে গতকাল তার মরদেহের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। তার পরিবারও চীন থেকে ঢাকায় এসেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া।

এর আগে বুধবার দুপুরে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির পেছনে ফাঁকা জায়গায় মাটিচাপা দেয়া অবস্থায় গাউ জিয়ান হুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পদ্মা সেতুতে পাথর সরবরাহকারী হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে। পরে দুর্বৃত্তরা তার মরদেহ গুম করার জন্য মাটি চাপা দিয়ে রাখে। তিনি পরিবার নিয়ে বনানীর ওই বাড়ির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে থাকতেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন