উত্তরবঙ্গের প্রথম

রংপুরে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের ভবন নির্মাণ সম্পন্ন

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

 উত্তরবঙ্গের মধ্যে প্রথম রংপুরে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে চলতি মাসেই প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিশু হাসপাতাল ভবনটি আনুষ্ঠানিকভাবে জেলা সিভিল সার্জেনের কাছে হস্তান্তর করবে ছয়তলা ভিত্তির মূল হাসপাতাল ভবন প্রথম পর্যায়ে তিনতলাসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামের নির্মাণে ব্যয় হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা ভবন নির্মাণের সময়সীমা দুই বছর থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের আড়াই মাস আগে কাজ শেষ করেছে

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, নগরীর সাবেক সদর হাসপাতালের প্রায় দুই একর জমির মধ্যে শিশু হাসপাতালের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে মূল হাসপাতাল ভবনের তিনতলা পর্যন্ত প্রতি তলার আয়তন হচ্ছে ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট এছাড়া নির্মাণ করা হয়েছে তিনতলাবিশিষ্ট সুপারিনটেনডেন্ট কোয়ার্টার ষষ্ঠ তলায় ডক্টরস কোয়ার্টার নিচতলায় গাড়ি পার্কিং দ্বিতীয় তলা থেকে ডাবল ইউনিট ছয়তলাবিশিষ্ট স্টাফ অ্যান্ড নার্স কোয়ার্টার দ্বিতলবিশিষ্ট গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার এছাড়া বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের জন্য নির্মাণ করা হয়েছে একটি ভবন 

গত মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা গেছে, সদ্য নির্মিত শিশু হাসপাতালের রঙিন বহুতল ভবনগুলো ঘিঞ্জি এলাকা বলে পরিচিত আগের সদর হাসপাতাল চত্বরে সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে সময় কথা হয় নির্মাণকাজের সার্বিক দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সিনিয়র প্রকৌশলী মোকদম আলীর সঙ্গে তিনি বলেন, ভবন নির্মাণের কাজ শেষ করেছি এখন আমরা নবনির্মিত শিশু হাসপাতাল ভবন হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করেছি

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান শিশু হাসপাতালের জন্য ভবন নির্মাণের কাজ শেষ করেছে আশা করি চলতি মাসেই জেলা সিভিল সার্জনকে নবনির্মিত ভবন হস্তান্তর করতে পারব

রংপুরের সিভিল সার্জন ডা. হীরম্ব কুমার রায় বলেন, ভবন বুঝে পাওয়ার পরই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরবর্তী কার্যক্রম শুরুর জন্য লিখিতভাবে জানানো হয়

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন