বাজারে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন স্যামসাং ফোন

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে গ্যালাক্সি এম৩০এস নামে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। ২৭ হাজার ৪৯০ টাকা দামের ডিভাইসটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে।

৬ দশমিক ৪ ইঞ্চি ফুলএইচডি প্লাস রেজল্যুশনের ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লের গ্যালাক্সি এম৩০এস স্মার্টফোনে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে।

গ্যালাক্সি এম৩০এস স্মার্টফোনে তিনটি রিয়ার ক্যামেরার ক্লাস্টারের রেজল্যুশন ৪৮, ৮ ও ৫ মেগাপিক্সেল। এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটি দিয়ে ফোরকে বা আল্ট্রাএইচডি, সুপার স্টেডি এবং হাইপারল্যাপ্স ভিডিও ধারণ করা যাবে। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে এক্সিনস ৯৬১০ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা সেকেন্ডে ২.৩ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম।

ডিভাইসটি বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, দেশের তরুণদের কাছে গ্যালাক্সি এম সিরিজের হ্যান্ডসেটগুলো দারুণ সাড়া ফেলেছে। যে কারণে আমরা গ্যালাক্সি এম৩০এস ডিভাইসটি বাজারে এনেছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন