বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থপাচার রোধে নীতিমালা

নিজস্ব প্রতিবেদক

দেশ থেকে অর্থপাচারের ৮০ শতাংশই হচ্ছে বৈদেশিক বাণিজ্যের (আমদানি-রফতানি) আড়ালে। গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) প্রতিবেদনও বলছে, ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় এমন দেশের তালিকায় আছে বাংলাদেশও। অবস্থায় বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থপাচার প্রতিরোধে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) একই সঙ্গে -সংক্রান্ত নীতিমালাও জারি করা হয়েছে। নীতিমালায় অর্থপাচার রোধে সব ব্যাংককে নিজস্ব নীতিমালা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গঠিত ফোকাস গ্রুপ নীতিমালাটি প্রণয়ন করেছে। গতকাল জারি করা নীতিমালা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাণিজ্যভিত্তিক অর্থপাচারের বিভিন্ন ক্ষেত্র পদ্ধতি চিহ্নিত করবে। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা, ব্যাংকগুলোর আমদানি-রফতানি তথ্য পর্যালোচনা করে চিহ্নিত ব্যাংকগুলো পরিদর্শন এবং -সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে সব সংস্থার সক্ষমতা অর্জনে সহায়তা করবে।

জারীকৃত নীতিমালার আলোকে তফসিলি ব্যাংকগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্র, ব্যাপ্তি, গ্রাহক সংখ্যা প্রকৃতি বিবেচনায় নিয়ে ঝুঁকি ব্যবস্থাপনা পরিপালন পদ্ধতি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব নীতিমালা প্রণয়ন করে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে ২০২০ সালের ১০ মার্চের মধ্যে বিএফআইইউতে জমা দিতে বলা হয়েছে।

প্রিভেনশন অব ট্রেড বেজড মানি লন্ডারিং শীর্ষক নীতিমালায় ব্যাংকগুলোকে অর্থপাচারের মামলা তদন্তে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরকে তাত্ক্ষণিক সহায়তা দিতে বলা হয়েছে। নির্দেশনা দেয়া হয়েছে বৈদেশিক বাণিজ্যের কাজে নিয়োজিত সব ব্যাংক কর্মকর্তাকে বাণিজ্যভিত্তিক অর্থপাচার বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনারও।

নীতিমালায় বলা হয়েছে, ব্যাংকগুলোর উচিত টিবিএমএল প্রতিরোধে প্রয়োজনীয় যাচাই-সংক্রান্ত প্রশিক্ষণ পরিচালনা করা। লেভেল , , কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণ কর্মসূচি এমনভাবে সাজাতে হবে, যাতে করে তাদের প্রেক্ষাপট, দায়িত্ব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিতে পারেন। প্রাত্যহিক বৈদেশিক বাণিজ্য সম্পাদনের কাজে সম্পৃক্ত কর্মকর্তাদের জন্য ভূমিকাভিত্তিক প্রশিক্ষণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা উচিত। ধরনের প্রশিক্ষণের উদ্দেশ্য হলো, তাদের টিবিএমএল নির্দিষ্ট ঝুঁকি দায়িত্ব-সংক্রান্ত প্রশিক্ষণের অংশ করা। এছাড়া বাণিজ্যের আড়ালে মুদ্রাপাচার-সংক্রান্ত প্রশিক্ষণের বিষয়টিকে ব্যাংকের প্রশিক্ষণ সূচি বা পরিকল্পনার মূল ভাগের

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন