নানাবতী কমিশনের প্রতিবেদন

গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদি নির্দোষ

বণিক বার্তা ডেস্ক

গুজরাটে ২০০২ সালে সংঘটিত দাঙ্গায় উসকানি দান জড়িত থাকার অভিযোগ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্দোষ ঘোষণা করেছে নানাবতী কমিশন। ২০০২ সালের ওই দাঙ্গায় গুজরাটে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। নিহতদের অধিকাংশই ছিল সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের। খবর টাইমস অব ইন্ডিয়া

পাঁচ বছর আগেই গুজরাটের তত্কালীন রাজ্য সরকারের কাছে -সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল কমিশন। যদিও রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপসিন জাদেজা গুজরাটের বিধানসভায় প্রতিবেদনটি উপস্থাপন করেছেন গতকাল।

নয়টি খণ্ডে সংযোজিত এবং দেড় হাজারের বেশি পৃষ্ঠাসংবলিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজ্যের কোনো মন্ত্রীর উসকানি, উৎসাহ বা প্রশমনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দাঙ্গার সময়ে সংঘটিত হামলাগুলোর সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এতে আরো বলা হয়, সংখ্যার অপর্যাপ্ততা বা যথাযথভাবে সশস্ত্র না থাকায় ঘটনার সময়ে কোনো কোনো স্থানে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুলিশ।

এছাড়া আহমেদাবাদে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে কোনো কোনো ক্ষেত্রে পুলিশের দক্ষতা উৎসাহের ঘাটতি দেখা গেছে, যা সে সময় প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। এক্ষেত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত বা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিশন।

ভারতীয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জিটি নানাবতী গুজরাট হাইকোর্টের সাবেক বিচারপতি অক্ষয় মেহতার সমন্বয়ে গঠিত কমিশন রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের হাতে ২০১৪ সালে চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করে। ২০০২ সালে দাঙ্গা সংঘটিত হওয়ার পর গুজরাটের তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ে তদন্তের জন্য কমিশনটি গঠন করে। সে সময় গোধরা রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসের দুটি কামরায় অগ্নিকাণ্ডে ৫৯ করসেবক মারা যাওয়ার পর দাঙ্গার সূত্রপাত হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন